Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
প্রধান

কচুয়ায় প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কচুয়া উপজেলার ৭৯নং হারিচাইল হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফার সীমাহীন দুর্নীতি,অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এবং তাকে অবিলম্বে ওই বিদ্যালয় থেকে অপসারনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের সামনের সড়কে এলাকাবাসী,অভিভাবক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এ মানববন্ধন আয়োজন করেন।

এসময় বক্তব্য রাখেন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল জলিল,গাজী মো. দুলাল,ইসমাইল মিয়া,মফিজুল ইসলাম, শিক্ষা উন্নয়ন কমিটির সদস্য খোরশেদ আলম পাটওয়ারী,সমাজসেবক আবু আব্দুল্লাহ নয়ন,মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

এসময় অভিভাবক খোরশেদ আলম,হাফেজ আনোয়ার হোসেনসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

কচুয়া প্রতিনিধি, ১ সেপ্টেম্বর ২০২২