Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
Water-Death
প্রতীকী ছবি

কচুয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরের কচুয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে তামিম হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৮ মে বৃহস্পতিবার সকালে উপজেলার সেঙ্গুয়া খন্দকার বাড়িতে এ ঘটনা ঘটে। সে মতলব দক্ষিন উপজেলার কালিকাপুর গ্রামের মনির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, তামিম হোসেন তার মায়ের সাথে সেঙ্গুয়া গ্রামে নানার বাড়ীতে বেড়াতে আসে। বাড়ীর অন্যান্য শিশুদের সাথে খেলার একপর্যায়ে অগোচরে শিশুটি পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। অনেক খোজাখুজির পর বাড়ির পাশ^বর্তী পুকুরে তার লাশ দেখতে পায় স্থানীয়রা।

এসময় মামা রাসেল শিশুটিকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২৮ মে ২০২০

ইন্টারনেট কানেকশন নেই