Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কচুয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

চাঁদপুর কচুয়ায় ঘাগড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর শুক্রবার উপজেলার ঘাগড়া নব দিগন্ত সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু ডাক্তার মো.মোস্তফা কামাল,ডা: নাসরিন সুলতানা,ডা: বাহাদুর শাহ মামুন,ডা: রনি সরকার ও ডা: সিনথিয়া সাহাসহ ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্থানীয় প্রায় ৮ শতাধিক গরীব দু:স্থ ও অসহায় রোগীদের ব্লাড গ্রুপ নির্ণয়,ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষাসহ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।

এসময় তেগুরয়িা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলাউদ্দিন সোহাগ,ভূইঁয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম মিয়াজী, কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের সহকারী শিক্ষক আমির হোসেন,সমাজসেবক আমিনুল ইসলাম,সোহেল পাটওয়ারী,জসিম উদ্দিন মিয়াজী,ফয়েজ আহমেদ, ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন মারুফ,নব দিগন্ত সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক রাশেদুজ্জামান নাসিম,সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রাব্বিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন, চাঁদপুর মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্ট’স এসোসিয়েশন ও কচুয়া ফাতেহা ডিজিটাল মেডিকেল সেন্টার।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২৭ নভেম্বর ২০২০