Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় তাওহীদ জনতার বিক্ষোভ সমাবেশ

কচুয়ায় তাওহীদ জনতার বিক্ষোভ সমাবেশ

ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) কে রাষ্ট্রীয় মদদে ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ধর্মীয় অনুভ‚তিতে আঘাত করার প্রতিবাদে চাঁদপুরের কচুয়ায় ফ্রান্সের সাথে ক‚টনৈতিক সম্পর্ক বিসর্জন ও সকল পন্য পরিহারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

২ নভেম্বর সোমবার সকালে বক্সগঞ্জ যুবসমাজ ও তাওহীদ জনতা ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বক্সগঞ্জ বাজার থেকে শুরু হয়ে পালাখাল কলেজ গেইট এসে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সমাজসেবক গাজী আব্দুল আহাদ,সফিকুল ইসলাম খান,ডা: মাসুদুর রহমান বাবুল ,মাওলানা কামাল উদ্দিন,হাফেজ সাদ উল্যাহ,ইমরান হোসেন সোহান,বোরহান উদ্দিন হেলালী,মাসুম বিল্লাহ,ইসমাইল হোসেন ও আতিকুল উল্যাহ চাদঁপুরী প্রমুখ।

পরে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর কুশপত্তলিকা দাহ , তার প্রতিকৃতিতে জুতা ও থুথু নিক্ষেপ করে ক্ষুব্ধ মুসলিম জনতা।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২ নভেম্বর ২০২০