Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় জাতীয় বীমা দিবস পালিত
kachua-phot

কচুয়ায় জাতীয় বীমা দিবস পালিত

চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। ’মুজিব বর্ষের অঙ্গিকার, বীমা হোক সবার’ এ শ্লোগানে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনয়াতনে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ সোহেল রানার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা,উপজেলা শিক্ষা অফিসার এ.এইচ.এম শাহরিয়ার রসুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন,বীমা কর্মকর্তা মো.সোলাইমান মিয়াজী,মো. শাহজাহান মো.ইয়াছিন, মো.সাইফুল ইসলাম মো.নজরুল ইসলাম ও আনোয়ার ইসলাম প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও কচুয়ায় অবস্থানরত বীমা কোম্পানীত নিয়োজিত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

জিসান আহমেদ নান্নু, কচুয়া , ১ মার্চ ২০২১