Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

কচুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত

‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্ততি, টেকসই উন্নয়ন আনবে গতি’ এ স্লোগানে কচুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নি বিষয়ক মহড়া এবং পুরস্কার বিতরন করা হয়েছে।

১০ মার্চ মঙ্গলবার উপজেলা প্রশসান ও উপজেলা দুর্যোগ ব্যবস্থপনা কমিটির আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।

উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহবুব-উল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আশেকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইদুর রহমান, ১নং সাচার ইউপি চেয়ারম্যান ওসমান গনি মোল্লা, ৯নং কড়ইয়া ইউপি চেয়ারম্যান মো. আহসান হাবিব জুয়েল প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রচনা ও কবিতা প্রতিযোগীতা অংশগ্রহনকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

জিসান আহমেদ নান্নু,১০ মার্চ ২০২০