আসন্ন কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা ঘোষণা করেছেন কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা সাংবাদিক মোঃ আলমগীর তালুকদার। বৃহস্পতিবার দুপুরে কচুয়া পৌর বাজারস্থ তালুকদার সুপার মার্কেটে পাক্ষিক কচুয়া বার্তা পত্রিকা কার্যালয়ে কচুয়া প্রেসক্লাব ও জাতীয়-স্থানীয় পত্রিকার সাংবাদিকদের উপস্থিতে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রিয়তোষ পোদ্দারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ নান্নু’র পরিচালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তব্য রাখেন কচুয়ার কাদলা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ আলমগীর তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মনির মুন্সী, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, পাঠাগার বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম দিপু, প্রচার সম্পাদক মোঃ ইউনুছ মিয়া, কোষাধ্যক্ষ আফাজ উদ্দিন মানিক, সদস্য আতাউল করিম,আমির হোসেন মজুমদার, সাংবাদিক মোঃ সবুর খান ও শান্ত ধর প্রমুখ।
কচুয়া করেসপন্ডেন্ট|| আপডেট: ০৬:৫৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
এমআরআর
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur