Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা
suicide
প্রতীকি ছবি

কচুয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

চাঁদপুর কচুয়া উপজেলার পালগিরী গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় কলেজ ছাত্রী মুক্তা আক্তার (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে এবং কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজের ছাত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে,৮ সেপেটম্বর মঙ্গলবার সন্ধ্যায় মুক্তা আক্তারের ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকির এক সময় দরজা না খোলায় খিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরে কচুয়া থানার পুলিশকে খবর দিলে মুক্তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।

ফরহাদ হোসেন জানান, মুক্তার মা কিছুদিন আগে মারা যায়। ২০১৮ সালের জুন মাসে আমার ভাতিজা মহসীনের সাথে বিয়ে দেয়া হয়। ৮ মাস পর মুক্তা নিজের ইচ্ছাতেই বিবাহ বিচ্ছেদ ঘটায়।

এর পর তাকে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজে ভর্তি করাই। কোন কারনে সে আত্মহত্যা করেছে পরিবারের কাউকে কিছুই বলেনি কিংবা আমার জানা নেই।

কচুয়া থানার এসআই তাজুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৯ সেপেটম্বর ২০২০

ইন্টারনেট কানেকশন নেই