Home / উপজেলা সংবাদ / কচুয়ায় ওয়ার্ড যুবলীগ কমিটি গঠন
কচুয়ায় ওয়ার্ড যুবলীগ কমিটি গঠন

কচুয়ায় ওয়ার্ড যুবলীগ কমিটি গঠন

কচুয়া করেসপন্ডেন্ট :   আপডেট: ০২:৩৫ অপরাহ্ণ, ২৯ জুলাই ২০১৫, শনিবার

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী- যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক, জিসান আহমেদ নান্নুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিতারা ইউনিয় আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ হারুনুর রশিদ পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. জসিম উদ্দীন প্রধান।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. ইসমাইল হোসেন ভূঁইয়া ও বিশেষ বক্তার বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ডা. গিয়াস উদ্দীন।

বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ডা. আনোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছফিউল্যাহ মেম্বার, উপজেলা যুবলীগের সদস্য শাহআলম প্রধান, সাবেক যুবলীগ নেতা মিজানুর রহমান, ডা. কামরুজ্জামান প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে প্রস্তাব সমর্থনের মাধ্যমে ৬নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি মোঃ ইউসুছ মিয়া, সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশ্বাদ ও সাংগঠনিক সম্পাদক পদে মো. খলিল মোল্লা নির্বাচিত হয়।

 

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি