Home / উপজেলা সংবাদ / কচুয়ায় ঋণের দায়ে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
Sucide
প্রতীকী ছবি

কচুয়ায় ঋণের দায়ে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

জিসান আহমেদ নান্নু, কচুয়া। আপডেট: ০২:৩৮ অপরাহ্ণ, ০৭ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার

 

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামে ঋণের দায়ে মাহমুদা বেগম (৪২) নামে গৃহবধু আত্মহত্যা করেছে। সে কাদলা গ্রামের বেপারী বাড়ীর সেকান্দর আলীর স্ত্রী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে চার সন্তানের এ জননীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে কচুয়া থানার এসআই মাহবুব আলম চাঁদপুর টাইমসকে জানান, ‘বাড়ীর পাশে আম গাছের সাথে দড়ি পেছানো ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মৃতদেহ দেখতে পায় প্রতিবেশীরা। এনজিও সংস্থা আশা ও ব্রাক থেকে ঋণ পরিশোধ নিয়ে স্বামীর সাথে পারিবারিক কলহের সূত্রধরে গৃহবধু মাহমুদা বেগম সোমবার দিবাগত রাতে আত্মহত্যা করে। তবে প্রাথমিক অবস্থায় গৃহবধুর দেহে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।’

পরিবারিক সূত্রে জানা যায়, ‘মাহমুদা বেগম শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের সোনাচোঁ গ্রামের মাইজের বাড়ীর ছিদ্দিকুর রহমানের বড় মেয়ে। সেকান্দর আলীর সাথে প্রায় ২৫ বছর আগে তার বিবাহ হয়।’

কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদপুর টাইমস- ডিএইচ/২০১৫।