Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় অগ্নিকাণ্ডে প্রবাসীর ঘর পুড়ে ছাই
fire

কচুয়ায় অগ্নিকাণ্ডে প্রবাসীর ঘর পুড়ে ছাই

চাঁদপুর কচুয়ায় শ্রীরামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী জাকিরের ২টি বসত ঘর ও ১টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়,শ্রীরামপুর মোল্লা বাড়ির মরহুম মৌলভী মরহুম অহিদুর রহমানের একমাত্র ছেলে প্রবাসী জাকির হোসেনের ৩টি ঘর পুড়ে গেছে। ১৩ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে,তবে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন জাকির হোসেনের স্ত্রী শাহনাজ পারভীন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

স্থানীয়দের অনেকেই বলেন, আগুন লাগার কিছুক্ষণ পরই এসে আগুন নেভানোর জন্য উদ্যত হলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘরে প্রবেশের জন্য নিষেধ করা হয়।

কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন মাষ্টার বলেন, আমি সকাল ৭টা ৪৫ মিনিটে খবর পেয়ে ৩/৪ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয় লোকদের বাধার কারনে আগুন নেভানোর কাজ শুরু করতে পারিনি। এর ২/৩ মিনিট পর কাজ শুরু করে সম্পূর্ণরুপে নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি।

স্টাফ করেসপন্ডেট
৮ ফেব্রুয়ারি,২০১৯