Home / উপজেলা সংবাদ / কচুয়ার বিতারা ইউনিয়ন যুবলীগের প্রস্তুতিসভা

কচুয়ার বিতারা ইউনিয়ন যুবলীগের প্রস্তুতিসভা

‎Saturday, ‎May ‎16, ‎2015  10:02:17 PM

জিসান আহমেদ নান্নু, কচুয়া :

চাঁদপুর কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সম্মেলন উপলক্ষে পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ড যুবলীগের সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং বিতারা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ডাঃ গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ডাঃ মোঃ জাকির হোসেন, মুক্তিযোদ্ধা ওয়ালী উল্যাহ, ইউপি সদস্য শাহজাহান মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইউনুছ মিয়া, সদস্য আঃ রহমান মুন্সী, উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম জিল্লু ও শাহআলম প্রধান।

বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ মোতালেব, সাবেক ছাত্রলীগ নেতা ও ইটালী প্রবাসী মোঃ সফিকুল ইসলাম, ওয়ার্ড যুবলীগ নেতা আমির হোসেন, গাজী বশির উল¬াহ, উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সফিকুর রহমান মিয়াজী প্রমুখ। সভায় সিদ্ধান্ত মতে এ ওয়ার্ড যুবলীগের সম্মেলন আগামী মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হবে।

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

 

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes 

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ইন্টারনেট কানেকশন নেই