Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ার ডা. ইসমাইল হোসেন সিরাজী ফেণী সিভিল সার্জেন হিসেবে যোগদান

কচুয়ার ডা. ইসমাইল হোসেন সিরাজী ফেণী সিভিল সার্জেন হিসেবে যোগদান

বারফেনী জেলার ২৪তম নতুন জেলা সিভিল সার্জেন হিসেবে কচুয়ার কৃতী সন্তান ডা. মো. ইসমাইল হোসেন সিরাজী সম্প্রতি যোগদান করেছেন। ইতোপূর্বে তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, ডা. মো. ইসমাইল হোসেন সিরাজী ১৯৮৭ সালে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বপ্রথম মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে গাজীপুরের টঙ্গী ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সর্বশেষ গত ২৫ আগস্ট ফেণী জেলা সিভিল সার্জেন হিসেবে যোগদান করেন।

তিনি কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের নন্দনপুর গ্রামের অধিবাসী প্রাক্তন ইউপি চেয়ারম্যান মরহুম মৌলভী ইদ্রিস মিয়ার সন্তান। তিনি ৯ ভাই বোনের মধ্যে ২য়। বর্তমানে তিনি ১ কন্যা ও ১ ছেলের জনক।

এছাড়াও তিনি এলাকায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।

এদিকে ডা. ইসমাইল হোসেন সিরাজী ফেণী জেলার সিভিল সার্জন হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কচুয়া উপজেলার সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

 

|| আপডেট: ০৯:০৬ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০১৫,

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫