Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া থানার ওসি’র মতবিনিময় সভা
থানার

কচুয়া থানার ওসি’র মতবিনিময় সভা

ভারতীয় উপ-মহাদেশের অন্যতম সনাতনীদের প্রচীন ধর্মীয় অনুষ্ঠান চাঁদপুরের সাচার জগন্নাথ দেবের ১৫৮তম শ্রী শ্রী রথযাত্রা সফল করতে হিন্দু ধর্মীয় নেতাদের সাথে কচুয়া থানার ওসি’র মতবিনিময় সভা করা হয়। বুধবার বিকেলে থানার সভাকক্ষে ও সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘে পৃথকভাবে কচুয়া থানার ওসি মো: আজিজুল ইসলামমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আব্দুল হাই চৌধুরী।

এসময় কচুয়া থানার ওসি তদন্ত জিয়াউল হক, সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু, সাধারণ সম্পাদক বাসু দেব সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফণী ভূষন মজুমদার তাপু, সমন্বয়ক রতন ভৌমিক, যুগ্ম সাধারণ স¤পাদক মানিক ভৌমিক, কোষাধ্যক্ষ কার্তিক ঘোষ, সহ-সভাপতি দুলাল দাস, পৌর পূজা উদযাপন কমিটির সাধারণ স¤পাদক উজ্জ্বল কৃষ্ণ মজুমদার, গীতা স্কুল পরিচালনা পরিষদের সভাপতি রাজীব চন্দ্র শীল ইসকন কচুয়া উপজেলার সভাপতি নিমাই হরিদাস, সদস্য নয়ন সরকার,উপজেলা রথ উদযাপন পরিষদের সাংগঠনিক স¤পাদক জয় দেব কর্মকার ও কোয়া জগন্নাথ রথ উদযাপন কমিটির সভাপতি নটবর দাসসহ রথযাত্রা উদ্যাপন কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভায় আগামী ২৭ জুন অনুষ্ঠেয় রথযাত্রা পরিক্রমা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে স¤পন্ন করতে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ যৌথ বিবৃতিতে বলেন, প্রতিটি রথ পরিক্রমা নির্ধারিত রুট ও সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। অংশগ্রহণকারীদের মধ্যে সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার এবং প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করার পরামর্শ দেওয়া হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৫ জুন ২০২৫