Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া থানায় শ্রেষ্ঠ পদক পেলেন যারা
থানায়

কচুয়া থানায় শ্রেষ্ঠ পদক পেলেন যারা

চাঁদপুরের কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম আইন-শৃঙ্খলা রক্ষায়, মামলা নিস্পত্তি, আত্মহত্যা প্রবনতা রোধ, অপরাধ দমন ও চাঞ্চল্যকর গণধর্ষন মামলার দ্রুত আসামী গ্রেফতার করায় চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরষ্কার অর্জন করেছেন। মাদক, নাশকতা প্রতিরোধ, চুরি-ছিনতাই, চাঁদাবাজি এবং ডাকাতি দমন করে বিশেষ ভূমিকা রাখায় এ পুরষ্কার অর্জন করেন। এছাড়া কচুয়া থানার গেল মে মাসে সর্ববোচ্চ আসামী গ্রেফতারে এসআই রাশেদুজ্জামান, দ্রুত মামলা নিস্পত্তিতে এসআই জাহাঙ্গীর আলম ও মাদক ও ওয়ারেন্ট মূলে সর্বোচ্চ আসামী গ্রেফতারে এএসআই মোঃ জয়নাল আবেদীন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে পুরষ্কার পেয়েছেন।

সোমবার বিকেলে চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে মে মাসের মাসিক কল্যাণ সভায় জেলার অন্যান্য উপজেলার পুলিশী কার্যক্রম পর্যালোচনা করে পুলিশ সুপার (এসপি) আব্দুর রাকিব (বিপিএম), তাঁর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। এসময় পুলিশ সুপার আব্দুর রাকিব (বিপিএম), পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে অধিক তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ লুৎফুর রহমান, অতিরিক্তি পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, চাঁদপুর (সদর) সার্কেল আবদুল হান্নান রনিসহ জেলার প্রতিটি থানার ওসি ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় কচুয়া থানার (ওসি) মো. আজিজুল ইসলাম, যেকোনো পুরষ্কার ভালো কাজের গতি বাড়ায়। আমাকে এ পুরষ্কারে মনোনীত করায় চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার আব্দুর রাকিব (বিপিএম), মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি কচুয়া উপজেলাবাসীর সার্বিক সহযোগীতায় আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছি।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ১৮ জুন ২০২৫