কচুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। শনিবার কচুয়া ক্যামব্রিয়ান স্কুল মিলনায়তনে উপজেলার ১২টি ইউনিয়নের সভাপতি ও বিভিন্ন কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে সমঝোতার ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। এতে মাঝিগাছা ইকরা মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. আলমগীর চৌধুরীকে সভাপতি ও কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন মজুমদারকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে মো. শাহজালাল প্রধান, কোষাধ্যক্ষ মো. ফখরুদ্দিনকে মনোনীত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক মিয়াজী, আনোয়ার হোসেন, কবির হোসেন,শহীদুল্লাহ, মফিজুর রহমান,কামাল হোসেন,গাজী ইয়াছিন প্রমুখ।
অন্যদিকে উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে সাচার ডিগ্রি অধ্যাপক মফিজুল ইসলাম, সদস্য শহীদুল উল্যাহ, আব্দুর রাজ্জাক সর্দার, কবির হোসেন, আনোয়ার হোসেনকে মনোনীত করা হয়।
এসময় বিভিন্ন ইউনিয়ন কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক ও পরিচালকগন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৮ জুন ২০২৫