চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে পূর্বের কমিটি বিলুপ্ত করে ৭১ সদস্য বিশিষ্ট নতুন পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ মোস্তফা কামাল প্রধান ও সাধারন সম্পাদক গাজী মোঃ রশিদ স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। কমিটির সভাপতি মোঃ নাহিদুল ইসলাম নেছার, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহীম খলিল মুন্সী ও সাধারন সম্পাদক মোঃ রাকিবুল হাসান। সহ-সভাপতি মোঃ ইমরান, সাগর চন্দ্র দাস, রাসেল সরকার, ইব্রাহীম চৌধুরী, জুয়েল মিয়া, সুমন তালুকদার ও ইয়ামিন। যুগ্ম সাধারন সম্পাদক রিয়াদ প্রধান ও বায়েজিদ চৌধুরী, সহ-সাধারন সম্পাদক ইমন হোসেন, ফয়সাল আহমেদ, মুরাদ সওদাগর, মোঃ দিপু, ইমন ফরাজী ও রাসেল তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক আনোয়ার দেওয়ান।
এদিকে কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ায় নয়া কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৭ জুন ২০২৫