Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ার মেঘদাইর সপ্রাবি’তে দোয়া ও বিদায়
দোয়া

কচুয়ার মেঘদাইর সপ্রাবি’তে দোয়া ও বিদায়

কচুয়া উপজেলার মেঘদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের সফলতা কামনায় বার্ষিক মিলাদ, দোয়া ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর রবিবার বিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র বাইনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক পিযুষ কুমার দেবের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একেএম গোলাম মোস্তফা, উপাধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মাষ্টার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুছ, কামরুল হাসান, জাহিদ হাসান প্রমুখ।

এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে পরীক্ষার্থীদের সফলতা, দেশ ও জাতির মুক্তি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন, মেঘদাইর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোস্তফা কামাল।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ নভেম্বর ২০২৩