স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষে চাঁদপুরের কচুয়ায় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কচুয়া শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহনকারী নেতৃবৃন্দ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারিদের নিয়োগবিধি সংশোধন পূর্বক ১৪তম গ্রেড প্রদান ও ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষনের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যদা প্রদান,পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবীনামা দ্রুত বাস্তবায়নের দাবী জানান।
এ সময় সংগঠনের সভাপতি গোলাম কিবরিয়া স্বপন,সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,স্বাস্থ্যসহকারি আ:আলীম,মাহবুব আলম,ইশরাত জাহান,স্যানিটারী ইন্সপেক্টর আহসান উল্লাহ তালুকদার সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ জুন ২০২৫