চাঁদপুরের কচুয়ায় সোস্যাল ইসলামি এজেন্ট ব্যাংকের কর্মী মোসাঃ কাকলী আক্তার এর বাড়িতে দিন-দুপুরে সু-কৌশলে গৃহ থেকে নগদ টাকা ও র্স্বালংকার লুটে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কাকলী আক্তার বাদী হয়ে একই এলাকার অভিযুক্ত শাহিনা আক্তার, নয়ন আক্তার ও সেলিনা বেগমকে দায়ি করে মঙ্গলবার দুপুরে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সেঙ্গুয়া মজুমদার বাড়ির অধিবাসী দক্ষিন সেঙ্গুয়া বাজার সংলগ্ন সোস্যাল ইসলামি এজেন্ট ব্যাংক এর কর্মী মোসাঃ কাকলী আক্তার প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে তার বৃদ্ধা মাকে বাড়িতে রেখে কর্মস্থলে চলে আসেন। ১১ টার দিকে আকষ্মিকভাবে অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে কাকলী আক্তারের মা বৃদ্ধা জাহানারা বেগমকে বলেন, আপনার মেয়ের জন্য কাপড় দিতে বলেছে বলে সু-কৌশলে তার আলমারিতে থাকা মূল্যবান ৫ ভরি স্বর্ন ও নগদ ২ লক্ষ ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলে লিখিত উল্লেখ করেন।
এ ঘটনায় থানায় অভিযোগের প্রেক্ষিতে আজ বিকেলে ঘটনাস্থল করেছেন কচুয়া থানা পুলিশ। এদিকে নগদ টাকা ও স্বর্নগহনা হারিয়ে ব্যাংককর্মী কাকলী আক্তার কান্নায় ভেঙ্গে পড়ে, তার নগদ টাকা ও স্বর্ন গহনা উদ্ধারে এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের সহযোগীতা চেয়েছেন অসহায় কাকলী আক্তার।
কচুয়া প্রতিনিধি, ১ জুলাই ২০২৫