কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড: মো: হেলাল উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনের ২০২২ সালের বদুরপুর গ্রামে ইফতার পার্টির গাড়ী বহরে হামলা ভাংচুরের মামলার ৬নং আসামী।
এ মামলায় তিনি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন বলে অ্যাড: হেলাল উদ্দিনের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো. সোহাগ উদ্দিন জানিয়েছেন। পরে জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার দুপুরে ওই মামলার নিম্ন আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চাইতে গেলে চাঁদপুরের আদালতের বিজ্ঞ বিচারক তন্ময় কুমার দাস জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২২ জানুয়ারি ২০২৪