চাঁদপুরের কচুয়া প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখা সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম সুমনের বাবা, বিশিষ্ট ব্যবসায়ী মো: সাদেক আলী পাটওয়ারী আর বেচেঁ নেই (ইন্নালি…….রাজিউন)। তিনি শুক্রবার সকাল ৯টায় জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে যান।
শুক্রবার বাদ ৭ ফেব্রুয়ারি আছর মেঘদাইর তাহেরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে জানাজা শেষে শেষ চোখের জ¦লে মরহুমের লাশ মেঘদাইর গ্রামের পারিবারিক করবস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৭ ফেব্রুয়ারি ২০২৫