Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু, গুরুতর আহত স্ত্রী
সড়ক

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু, গুরুতর আহত স্ত্রী

চাঁদপুরের কচুয়ার সাচার-গৌরিপুর সড়কের হাটমুড়া এলাকাংয় শুক্রবার সুরমা বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্বামী সেলিম মিয়া (৫০) নিহত হয়েছে ও তার স্ত্রী কাজল রেখা গুরুতর আহত হয়েছেন।

নিহত সেলিম মিয়া উপজেলার জুনাশার গ্রামের আব্দুল লতিফের ছেলে ও ঢাকা রামপুরা এলাকা হোটেল ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রী কাজল রেখাকে আশংকাজনক অবস্থায় স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে সেলিম মিয়া ও তার স্ত্রী ঢাকা থেকে মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ৩০-৫৪০৪) যোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে হাটমুড়া নামক স্থানে আসলে ঢাকাগামী সুরমা বাস (ঢাকা মেট্রো-ব ১৫-১৬৫৫) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল আরোহী সেলিম মিয়া।

কচুয়া সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,দুর্ঘটনায় কবলিত সুরমা বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ১ সেপ্টেম্বর ২০২৩