চাঁদপুরের কচুয়ায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে। শনিবার রাতে উপজেলার হারিচাইল গ্রামের দক্ষিণ পাড়া আমিন হোসেনের পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরে প্রায় ২০-২৫ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
স্থানী সূত্রে জানা গেছে, মৎস্য চাষী আমিন হোসেন বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋন উত্তোলন পুকুরে মাছ চাষ করে আসছেন।
শনিবার দিবাগত রাতে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেন। এতে তার পুকুরের পাঙ্গাস,রুই,তেলাপি, মৃগাল ও কাপ জাতীয় মাছের পোনা সম্পূর্ণ মরে ভেসে ওঠে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান ও মহিব উল্লাহ জানান, মৎস্য চাষী আমিন হোসেন একজন উদ্যোক্তা শনিবার রাতের আধাঁরে দুষ্কৃতিকারীদের বিষ প্রয়োগে ২০ থকে ২৫ লক্ষ টাকা মাছ মরে ভেসে উঠে। ওই দুষ্কৃতিকারীদের খুজেঁ বের করে বিচারের আওতায় আনার জন্য আমরা এলাকাবাসী দাবি জানাই।
ক্ষতিগ্রস্থ আমিন হোসেন জানান, আমি এনজিও ও বিভিন্ন লোকজন থেকে ঋন করে মাছ চাষ করে আসছি। পারিবারিক শত্রুতার জেরে কে বা কাহারা বিষ প্রয়োগে ২৫ লক্ষ টাকা মাছ মেরে পেলে আমার।
তিনি আরো জানান, আমি বাড়ির পাশে মামাতো বোন বিয়ে করি। আমার ঘরে ২ ছেলে ২ মেয়ে রয়েছে। ওই বিয়ে নিয়ে ১ম স্ত্রীর পরিবারের সাথে দ্বন্দ্ব রয়েছে।
কচুয়া থানার ওসি মো.আজিজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ জুন ২০২৫