Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় যুবলীগ নেতা রোমানসহ ৩ জন গ্রেফতার
যুবলীগ

কচুয়ায় যুবলীগ নেতা রোমানসহ ৩ জন গ্রেফতার

চাঁদপুরের কচুয়া উপজেলার বদরপুর গ্রামে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলনের ২০২২ সালে ইফতার পার্টিতে হামলা ও গাড়ি ভাংচুরের মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো বিতারা ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগের

সাবেক সভাপতি রোমান সরকার, স্থানীয় অধিবাসী ইয়ার হোসেন ও ইয়াছিন গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে বাইছারা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। স্থানীয়দের দাবি রবিবার সকালে বাইছারা বাজারে লিফলেট বিতরন করে
আওয়ামীলীগের নেতাকর্মীরা, এ ঘটনায় তাদের আটক পুলিশ।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম জানান, যুবলীগ নেতা রোমান সরকারকে মামলার আসামী হিসেবে এবং ইয়াছিন ও ইয়ার হোসেনকে ১৫১ ধারায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ ফেব্রুয়ারি ২০২৫