Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় মুক্ত দিবস পালিত
মুক্ত দিবস

কচুয়ায় মুক্ত দিবস পালিত

চাঁদপুরের কচুয়ায় মুক্ত দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও আলোর মশালের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসানের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ জাবের মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন,মুক্তিযোদ্ধা আব্দুল মবিন ও আলোর মশালের সভাপতি ওমর ফারুক সায়েম প্রমুখ।

এসময় বিভিন্ন মুক্তিযোদ্ধা,ব্যবসায়ী,সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৬ ডিসেম্বর ২০২২