Home / উপজেলা সংবাদ / কচুয়ায় মালবাহী কাভার্ডভ্যানের চাপায় ডাকাত সদস্য নিহত
কাভার্ড

কচুয়ায় মালবাহী কাভার্ডভ্যানের চাপায় ডাকাত সদস্য নিহত

চাঁদপুরের কচুয়ার-সাচার-গৌরিপুর আঞ্চলিক সড়কের শিমুলতলী মোড়ের উত্তর পাশে বটতলা এলাকায় সড়কে ডাকাতি করতে গিয়ে মহসিন হোসেন (৩৮) নামের এক ডাকাত সদস্য মালবাহী কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৩টার সময় কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের শিমুলতলী মোড়ের উত্তর পাশে বটতলায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত সদস্য মহসিন হোসেন কুমিল্লার তিতাস উপজেলার রঘুনাথপুর ভিটিকান্দি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। চালক বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বালি গ্রামের মোতালেব হোসেনের ছেলে লোকমান হোসেন।

কচুয়া থানা সূত্রে জানা যায়, ঢাকার নবাবপুর থেকে কচুয়াগামী স্পর্শ এন্টারপ্রাইজের একটি কাভার্ড ভ্যান কচুয়া বাজারের ব্যবসায়ীদের মালামাল নিয়ে আসছিল। পথিমধ্যে চাংপুর শিমুলতলী বটতলা নামক স্থানে আসলে সংঘবদ্ধ ডাকাতদল গাছের গুড়ি ফেলে গতিরোধের চেষ্টা করে এবং চালককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে চালক কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রন হারালে রাস্তায় উল্টে যায় এবং এক ডাকাত সদস্য গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। এসময় অন্যান্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। ঘটনার কিছুক্ষন পরেই কচুয়া থানার টহল পুলিশের দায়িত্বরত এসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স গাড়িতে আটকে পড়া চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শুক্রবার ভোরবেলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এসময় কাভার্ড ভ্যান, গাছ কাটার করাত, গাছের গুড়ি জব্ধ করা হয়।

কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম জানান, সংঘবদ্ধ ডাকাত সদস্যরা ডাকাতির প্রস্তুতির জন্য সড়কে গাছের গুড়ি ফেলে ব্যারিকেড দেয় এবং চালককে কুপিয়ে গুরুতর আহত করে। ঘটনার দিন টহলরত পুলিশের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ডাকাত সদস্যের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৭ ফেব্রুয়ারি ২০২৫