Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ব্রীজ গর্ত হওয়ায় যান চলাচলে বিঘ্ন, দ্রুত সংস্কারের দাবি
ব্রীজ

কচুয়ায় ব্রীজ গর্ত হওয়ায় যান চলাচলে বিঘ্ন, দ্রুত সংস্কারের দাবি

চাঁদপুরের কচুয়া উপজেলার সাব রেজিস্ট্রি অফিস হতে সিংআড্ডা-তেগুরিয়া সড়কের কোমরকাশা হাজীর পুল ব্রীজটি মাঝামাঝি ফুটো হওয়ায় যান চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে। গত কয়েক দিন ধরে এ ব্রীজের মাঝামাঝি ফুটো হওয়ায় ঝুঁিকর মধ্য দিয়ে যান চলাচল করছে।

জানা গেছে, কচুয়া ৭নং সদর দক্ষিন ইউনিয়নে অবস্থিত এ রাস্তা দিয়ে কচুয়া উত্তরাঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত কচুয়া-চান্দিনা,নবাবপুর ও কুমিল্লাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে আসছে। সম্প্রতি ব্রীজটি ফুটে হওয়ায় ভারি মালামাল আনা নেয়ায় কষ্টসাধ্য হচ্ছে। তাই দ্রুত জনস্বার্থে ওই ব্রীজটি সংস্কারে এগিয়ে আসতে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভূক্তভোগী এলাকাবাসী।

এ ব্যাপারে কচুয়া উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আলিম লিটন বলেন, এ সড়কের কোমরকাশা এলাকার ব্রীজ ফুটো হওয়ার বিষয়টি জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে তা সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ জুলাই ২০২৪