Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পানিতে

কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কচুয়া উপজেলার বিতারা গ্রামে পানিতে ডুবে নুসরাত আক্তার নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বিতারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুসরাত আক্তার একই গ্রামের সবুজ মিয়ার মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর জব্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলতে গিয়ে অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় শিশুটি।

পরে খোঁজাখুজি করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২১ নভেম্বর ২০২২