Home / উপজেলা সংবাদ / কচুয়ায় নৌকার প্রার্থী বিজয়ের লক্ষ্য নেতাকর্মীদের মতবিনিময় সভা
নৌকার

কচুয়ায় নৌকার প্রার্থী বিজয়ের লক্ষ্য নেতাকর্মীদের মতবিনিময় সভা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ড. সেলিম মাহমুদকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা করা হয়।

ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফেনী জেলার সাবেক সিভিল সার্জন ও বিশিষ্ট সমাজসেবক ডা. মোঃ ইসমাইল হোসেন সিরাজী।

বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমন, সিনিয়র সহ-সভাপতি আহসান উল্যাহ বাবুল, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক রাসেল প্রধান ইমন,সদস্য রুবেল আহমেদ প্রধান,সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা প্রধান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা চাঁদপুর-১ কচুয়া আসনে নৌকার প্রার্থী ড. সেলিম মাহমুদকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউনুস পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক আকতার হোসেন, ডালিম সরকার, যুবলীগ নেতা তুহিন, পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ ডিসেম্বর ২০২৩