Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় নিজ অর্থায়নে স্পিড ব্রেকারে সাদা দাগ দিচ্ছেন স্কাউট গ্রুপ
অর্থায়নে

কচুয়ায় নিজ অর্থায়নে স্পিড ব্রেকারে সাদা দাগ দিচ্ছেন স্কাউট গ্রুপ

চাঁদপুরের কচুয়ায় সড়ক দুর্ঘটনা এড়াতে নিজ অর্থায়নে পাকা সড়কে স্থাপন করা স্পিড ব্রেকারের উপরে সাদা রং দিয়ে দাগ কেটে দিচ্ছেন কচুয়া ডিএমএমএইচ ওপেন স্কাউট গ্রুপের সদস্যরা।

১৪ মে মঙ্গলবার এ কাজের উদ্বোধন করেন কচুয়া ডিএমএমএইচ ওপেন স্কাউট গ্রুপের সভাপতি কচুয়া প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি আফাজ উদ্দিন মানিক।

তিনি বলেন,কচুয়া উপজেলার বিভিন্ন পাকা সড়কে কার্পেটিংয়ের কাজ করার সময় স্পিড ব্রেকার স্থাপন করা হয়েছে। ওই স্পিড ব্রেকারে কোন ধরনের সাংকেতিক দাগ না থাকায় দুর থেকে গাড়ী চালকদের দৃষ্টি গোচর না হওয়ায় কাছে এসে দৃষ্টিগোচর হওয়া মাত্র গাড়ী নিয়ন্ত্রণ করিতে চাইলে দুর্ঘটনার শিকার হয়। তাই আমাদের সংগঠন কচুয়া ডিএমএমএইচ ওপেন স্কাউট গ্রুপের ব্যবস্থাপনায় আমরা চেষ্টা করে যাচ্ছি উপজেলার সকল সড়কে পর্যায়ক্রমে স্পিড ব্রেকার গুলোতে সঠিকভাবে রংয়ের কাজ করার জন্য।

ডিএমএমএইচ ওপেন স্কাউট গ্রুপের সহকারী ইউনিট লিডার ও সমতট মুক্ত স্কাউট গ্রুপ ঢাকা’র রোভার মোঃ নুর উদ্দিন ইউসূফ এর নেতৃত্বে কাজে অংশ গ্রহন করেন স্কাউটস মোঃ ইরফাত, নিহাদ হাসান, বাবলু সরকার জনি, নিরব পোদ্দার, মোঃ ফাহিম, মিঠু মজুমদার ও মোঃ তানজিম।

কচুয়া কালিয়াপাড়া রুটের সিএনজি চালক মোঃ জামাল হোসেন, জহির, আল আমিনসহ কয়েকজন বলেন, স্পিড ব্রেকারে সাদা রং দিয়ে যেভাবে দাগ কেটে দিচ্ছে এই কাজটি সড়ক দুর্ঘটনা এড়াতে খুবই সহায়ক হবে। এ ধরনের উদ্যোগ খুবই প্রসংশনীয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৫ মে ২০২৫