চাঁদপুরের কচুয়া উপজেলার নয়া সাব -রেজিষ্ট্রার হিসেবে মাহবুবের রহমান ওয়াজেদ যোগদান করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তিনি এ উপজেলায় নয়া সাব রেজিষ্ট্রার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি মতলব উত্তর উপজেলার মোহনপুর সাব রেজিষ্ট্রার হিসেবে কর্মরত ছিলেন এবং বিদায়ী সাব রেজিষ্ট্রার মো. মাকসুদুর রহমানের স্থালাভিসিক্ত হন।
জানা গেছে, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার গামছাখালি গ্রামের অধিবাসী বিশিষ্ট সমাজসেবক বদিউর রহমানের পুত্র ও মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া মাহবুবের রহমান ওয়াজেদ ইসলামি ইউনিভার্সিটি থেকে উচ্চ শিক্ষা গ্রহন শেষে ২০১৭ সালের ১৬ আগষ্ট লক্ষীপুরের কমলনগর উপজেলার সাব-রেজিষ্ট্রার হিসেবে সর্বপ্রথম যোগদান করেন।
পরবর্তীতে তিনি লক্ষীপুর, সিলেট ও সর্বশেষ মোহনপুরে অত্যন্ত সুনাম ও সততার সাথে সাধারন মানুষের সেবা প্রদান করেন। এদিকে নয়া এ কর্মস্থলে কচুয়ার মানুষের জমি সংক্রান্ত সেবা দিতে প্রশাসন, মিডিয়া কর্মী, দলিল লেখক সদস্যবৃন্দসহ সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। এদিকে মঙ্গলবার কচুয়ায় যোগদানের পর সাব-রেজিষ্ট্রার মাহবুবের রহমান ওয়াজেদকে ফুলেল শুভেচ্ছায় বরন করেন কচুয়া উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি হাবিব উল্লাহ হাবিব, সাধারন সম্পদাক আবু তাহের প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অপরদিকে নব যোগদানকৃত সাব-রেজিষ্ট্রার মাহবুবের রহমান ওয়াজেদকে স্বাগত জানিয়েছেন দলিল লেখক সহ সেবা প্রত্যাশী এলাকাবাসী।
কচুয়া প্রতিনিধি, ২৯ এপ্রিল ২০২৫