Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান
নবনির্বাচিত

কচুয়ায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান

৫ জুন চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত মো. মাহবুব আলমকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার দুপুরে সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ওই বিদ্যালয়ের সভাপতি ও নবনির্বাচিত কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব আলমকে এ সংবর্ধনা দেয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান পাটওয়ারীর পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন, ইউনিয়ন আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমান মজুমদার প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১২ জুন ২০২৪