চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের দুই গুনী সিনিয়র শিক্ষক মোঃ মোখলেসুর রহমান ও মো: আবুল হোসেন কে অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বেন ও সিনিয়র শিক্ষক ফয়েজ আহমেদ তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও বিদ্যালয়ের সভাপতি বাপ্পি দত্ত রনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মো: শাহজাহান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান স্বপন, সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নাসির উদ্দীন প্রধান, সমাজ সেবক বদরুদ্দোজা তালুকদার খোকন, বিশিষ্ট সমাজ সেবক ডা: মো: মোশাররফ হোসেন সরকার, নূরে আলম সিদ্দিকীসহ আরো অনেকে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হীরনময় ভৌমিক, মনির হোসাইন মাহমুদ, প্রাক্তন শিক্ষার্থী মুহাম্মদ মাসুদুল হাসান মাসুদ, শাখওয়াত হোসেন মিশুক, জুনায়েদ আহমেদ প্রিয়াস, বর্তমান শিক্ষার্থী হুমায়রা আক্তার মিলি প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন শেষে অবসরপ্রাপ্ত দুই গুণী শিক্ষকের কর্মময় জীবনী নিয়ে আলোচনা শেষে তাদের ফুলের সজ্জিত গাড়ি দিয়ে বিদায় দেয়া হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৭ জুলাই ২০২৫