Home / উপজেলা সংবাদ / কচুয়ায় তুচ্ছ ঘটনায় স্বামী স্ত্রী ও মেয়ের উপর হামলার অভিযোগ
ঘটনায়

কচুয়ায় তুচ্ছ ঘটনায় স্বামী স্ত্রী ও মেয়ের উপর হামলার অভিযোগ

চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা মেয়ে সহ ৫জনকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে উপজেলার পালগিরী গ্রামে কমর উদ্দিন মুন্সি বাড়িতে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। হামলায় আহতরা হচ্ছেন, পালগীরি গ্রামের অলি উল্লাহর স্ত্রী কাজল বেগম, তার স্বামী অলি উল্লাহ, ছেলে মামুন, মেয়ে ছালমা আক্তার ও আছমা আক্তার। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে কাজল বেগমের অবস্থা খুবই আশঙ্কাজনক।

হাসপাতালে চিকিৎসাধীন হামলার শিকার ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকেলে পালগিরী গ্রামে পাশর্^বতী সাতবাড়িয়া গ্রামের আব্দুল করিমের পুত্র এরশাদ, মোহসীন, পালগিরী গ্রামের আমির হোসেনের পুত্র সোহাগ ও নোয়াখালী এলাকার জনৈক রোস্তম আলী কাজল বেগমের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে কাজল বেগমের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় তার ডাক চিৎকারে স্বামী ও সন্তানরা এগিয়ে আসলে তাদেরও বেধরক মারধর করে গুরুতর আহত করে।

স্থানীয়রা জানান, অলি উল্লাহ ও কাজল বেগমের যুবতী কন্যাাদের দিকে এরশাদ গংদের লেলুপ দৃষ্টি পড়ে। বিভিন্ন সময় খারাপ অঙ্গিভঙ্গী ও অশ্লীল কথাবার্তায় বাধা দেয়ায় ঘটনার দিন জোড়পূর্বক তাদের বাড়িতে প্রবেশ করে কাজল বেগম ও তার মেয়েদের উপর হামলা চালায়। এঘটনায় হামলার শিকার কাজল বেগম ও অলি উল্লাহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। তবে হামলাকারী এরশাদ, মোহসীন গংদের বক্তব্য জানতে বার বার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ ফেব্রুয়ারি ২০২৫