চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা মেয়ে সহ ৫জনকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে উপজেলার পালগিরী গ্রামে কমর উদ্দিন মুন্সি বাড়িতে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। হামলায় আহতরা হচ্ছেন, পালগীরি গ্রামের অলি উল্লাহর স্ত্রী কাজল বেগম, তার স্বামী অলি উল্লাহ, ছেলে মামুন, মেয়ে ছালমা আক্তার ও আছমা আক্তার। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে কাজল বেগমের অবস্থা খুবই আশঙ্কাজনক।
হাসপাতালে চিকিৎসাধীন হামলার শিকার ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকেলে পালগিরী গ্রামে পাশর্^বতী সাতবাড়িয়া গ্রামের আব্দুল করিমের পুত্র এরশাদ, মোহসীন, পালগিরী গ্রামের আমির হোসেনের পুত্র সোহাগ ও নোয়াখালী এলাকার জনৈক রোস্তম আলী কাজল বেগমের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে কাজল বেগমের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় তার ডাক চিৎকারে স্বামী ও সন্তানরা এগিয়ে আসলে তাদেরও বেধরক মারধর করে গুরুতর আহত করে।
স্থানীয়রা জানান, অলি উল্লাহ ও কাজল বেগমের যুবতী কন্যাাদের দিকে এরশাদ গংদের লেলুপ দৃষ্টি পড়ে। বিভিন্ন সময় খারাপ অঙ্গিভঙ্গী ও অশ্লীল কথাবার্তায় বাধা দেয়ায় ঘটনার দিন জোড়পূর্বক তাদের বাড়িতে প্রবেশ করে কাজল বেগম ও তার মেয়েদের উপর হামলা চালায়। এঘটনায় হামলার শিকার কাজল বেগম ও অলি উল্লাহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। তবে হামলাকারী এরশাদ, মোহসীন গংদের বক্তব্য জানতে বার বার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ ফেব্রুয়ারি ২০২৫