চাঁদপুরের কচুয়ার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনের গেইটে শনিবার ট্রলির চাপায় চৈতী রাণী দাস নামের এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত স্কুল ছাত্রী চৈতী রানী দাস উপজেলার সাচার গ্রামের অধিবাসী নয়ন চন্দ্র দাসের কন্যা ও সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণির শিক্ষার্থী । ট্রলির নিচে চাপা পড়ে নিহতের বাড়ীতে তার পরিবার ও স্বজনের মাঝে শোকের মাতম বইছে।
স্থানীয়রা জানান, ট্রলির চালক সাচার গ্রামের শহর আলীর ছেলে ইসমাইল মিয়া দ্রুত গতিতে ট্রলি চালিয়ে যাওয়ার সময় চিপস্ কিনতে গিয়ে আকস্মিকভাবে শিশুটি গাড়ির নিচে চাপা পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে সাচার রেনেসাঁ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১১ অক্টোবর ২০২৫
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur