Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় জাতীয় সমবায় দিবস পালিত
সমবায়

কচুয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপ্রাদ্যে কচুয়ায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মো. নাহিদ ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সাবেক জেলা পরিষদ সদস্য রওনক আরা রত্না, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, উপজেলা সমবায় অফিসার মো. দেলোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা মো. জাবের মিয়া, সনতোষ চন্দ্র সেন, সমবায়ী সালেহীন খলিল, মফিজুল ইসলাম, মরিয়ম আক্তার ও উপকারভোগী মো. মিজানুর রহমান প্রমুখ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৪ অক্টেবর ২০২৩