‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই স্লোগানে ও ব্যতিক্রমী আয়োজনে চাঁদপুরের কচুয়ায় জাতীয় ফল মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কচুয়া উপজেলা কৃষি অফিসের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফল উৎসব উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিসার মোঃ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপজেলা নির্বহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী, এসিল্যান্ড বাপ্পি দত্ত রনি, ওসি মোঃ আজিজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল আলিম লিটন, পিআইও মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কে.এম সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনানিলি কর্মকার, সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম সহ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন দেশীয় সুস্বাদু রসালো ফল উপস্থিত অতিথিদের মাঝে পরিবেশন করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১ জুলাই ২০২৫