Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার ও সভা
নাগরিক

কচুয়ায় জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার ও সভা

জুলাই বিপ্লবে নিহত শহীদদের স্মরনে, আহত ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কচুয়া উপজেলা জাতীয় নাগরিক কমিটির আয়োজনে সাচার ডিগ্রি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কচুয়া উপজেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য মো: আহসানুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় নাগরিক কমিটির অন্যতম নেতা ডা: মো: আরিফুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাচার ডিগ্রি কলেজের সহাকারী অধ্যাপক মো: মফিজুল ইসলাম,শুয়ারুল সরকারী প্রাথমিক বিদ্যালওে প্রধান শিক্ষক মো: আব্দুল মবিন মুন্সি, কচুয়া উপজেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য মফিজুল ইসলাম জনি, আহসান হাবিব, মাহমুমুদ হাসান, ডালিম হোসাইন, সাইফুল ইসলাম সহ আরো অনেকে। পরে জুলাই আন্দোলনে দেশের সকল আহত ও নিহত শহীদদের স্মরনে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৪ মার্চ ২০২৫