গেল কয়েক দিনের বৃষ্টিতেই তলিয়ে গেছে চাঁদপুরের কচুয়া উপজেলার অভয়পাড়া গ্রামের প্রায় শত একর ধানের ফসলী জমি। সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। এতে বেশ কিছু স্থানীয় কৃষকের স্বপ্ন পানিতে চালিয়ে গেছে এবং শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সম্প্রতি কয়েক দিনের স্বাভাবিক বৃষ্টিতে উপজেলার আইনপুর দেবিন্দ্র মার্কেট হতে অভপাড়া উত্তর নাসিরা ভাংতি ব্রিজ পর্যন্ত রাস্তার দু’পাশের মাঠে প্রায় হাটু পানি জমে আছে। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত কারি শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। তাছাড়া একমাত্র যাতায়াতে রাস্তাটি পাকা করন না হওয়ায় কবরস্থান, মসজিদে নামাজে যাওয়া ও নিত্য প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে নানাবিদ সমস্যায় পরতে হয় এলাকাবাসীর। স্থানীয় একাধিক কৃষকরা জানান “প্রতিবার বছর বর্ষা ও বৃষ্টির সময়ে দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতা দেখা দেয়। পানি নিষ্কাষনের ব্যাবস্থা না থাকায় চলাচলে চরম অসুবিধায় ভোগছি এবং উৎপাদিত আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। তাই অভয়পাড়া গ্রামের শত শত গ্রামের ধানের ফসলি জমি রক্ষা করতে পানি নিস্কাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও পাঠার বাড়ি হয়ে অভয় পাড়া বাজার রাস্তাটি দ্রুত পাকা করনের দাবী জানান তারা ।
স্থানীয় অধিবাসী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান মিয়া ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ খোরশেদ আলম পাঠান সহ আরো অনেকে জানান, দীর্ঘদিন ধরে বিদ্যমান এ সমস্যা সমাধান না হওয়ায় গ্রামবাসী সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। আমাদের গ্রামের রাস্তা পাকা করন ও মাঠের ফসলী জমির পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দারি কামনা করছি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৪ জুন ২০২৫