কচুয়ার ৬নং উত্তর ইউনিয়নের তেতৈয়া ব্লকে স্থানীয় কৃষকদের মাঝে পুষ্টি প্লেট, পুষ্টি কার্ড, পুষ্টি জাতীয় লিফলেট, গাছের চারা বিতরন ও পরামর্শমূলক উঠান বৈঠক করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে রবিবার দুপুরে ২০২৪-২৫ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগান প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় কৃষক লিডার আ হ ম বশির মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলম মিয়াজীর পরিচালনায় কৃষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক তুলে ধরে পরামর্শমূলক প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সৈকত দাস।
এসময় উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোফাজ্জল হোসেন, উপকারভোগী কৃষক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৯ ফেব্রুয়ারি ২০২৫