Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
শিক্ষার্থী

কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মেধাবীরাই গড়বে আগামীর বাংলাদেশ এ আহবানে চাঁদপুরের কচুয়ায় শহীদ আল্লামা ফারুকী (রা:) স্মৃতি মেধা বৃত্তি ২০২৫ পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরন ও সংবর্ধনা দেয়া হয়েছে। চট্টগ্রাম মিরসরাই লতিফিয়া দরবারের পীর হাফেজ শাহ মুহাম্মদ মেজবাহুল ইসলাম লতীফির সভাপতিত্বে ও সংগঠনের পরিচালক মো: ফখরুদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডাইরেক্টর ও বিশিষ্ট শিক্ষানুগারী মো: রফিকুল ইসলাম রনি।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, তাজেদারে মদিনা সুন্নিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ ওমর ফারুক শাহপুরী। শুক্রবার সকালে শহীদ আল্লামা ফারুক (রা:) স্মৃতি সংসদ কচুয়া উপজেলা শাখার আয়োজনে উপজেলার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বৃত্তি পরীক্ষার উদ্যোক্তা মুহাম্মদ হাসান জুলহাস। বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: জাহাংগীর আলম ফারুকী, উপদেষ্টা মাওলানা আলমগীর শাহ আল ক্বাদেরী, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন পাটওয়ারী, কচুয়া উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক মো: হাবিবুন নবী সুমন, সংগঠনের উপদেষ্টা আবু আব্দুল্লাহ নয়নসহ আরো অনেকে।

এ সময় সংগঠনের পরিচালক সদস্য মো: জামাল হোসেন, মো: ফেরদৌস আহমেদ প্রধান, মো: আব্দুল কাদেরসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা, শহীদ আল্লামা ফারুক (রা:) হত্যাকারীদের আইনের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য যে, অরাজনৈতিক সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত কচুয়া শাখা বিভিন্ন সময়ে মেধাবৃত্তি প্রদানসহ সামাজিক সাংগঠনিক সংস্কৃতি কর্মকান্ড সুনামের সাথে পরিচালনা করে আসছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৩ মে ২০২৫