চাঁদপুরের কচুয়ায় গ্রেফতার অভিযানের অংশ হিসেবে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আনিছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে নুরপুর ও দেবীপুর গ্রামে পৃথক ভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কচুয়া থানা পুলিশ। কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম গ্রেফতার সত্যতা স্বীকার করে বলেন আটককৃতদের বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
কচুয়া প্রতিনিধি, ২০ মার্চ ২০২৫
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur