Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় আওয়ামী লীগ-যুবলীগের নেতা গ্রেফতার
আওয়ামী লীগ-

কচুয়ায় আওয়ামী লীগ-যুবলীগের নেতা গ্রেফতার

চাঁদপুরের কচুয়া পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা সেলিম মোর্শেদ ও ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে কচুয়া বাজার থেকে ডিবি পুলিশ ও কচুয়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে। মির্জা সেলিম মোর্শেদ কুটিয়া লক্ষীপুর গ্রামের আবুল বাসার মির্জার পুত্র ও মোখলেছুর রহমান বালিয়াতলী গ্রামের আবুল বাসারের পুত্র।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি তদন্ত মো. জিয়া উদ্দিন জানান, আওয়ামী লীগ নেতা সেলিম মির্জাকে রহিমানগর বাজারে ২০২২ সালের মার্চ মাসে বিএনপির প্রচারনায় বাধাঁ মামলায় সন্দেহভাজন আসামী ও মোখলেছুর রহমানকে দ্রতব্য অপরাধ সংগঠনে জড়িত থাকার অভিযোগে আটকের পর তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ ফেব্রুয়ারি ২০২৫