Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় অসহায় মুক্তিযোদ্ধাদের আর্থিক সহযোগিতা প্রদান
অসহায়

কচুয়ায় অসহায় মুক্তিযোদ্ধাদের আর্থিক সহযোগিতা প্রদান

কচুয়ায় অসুস্থ ও অসহায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে প্রায় ৩০জন অসুস্থ ও অসহায় বীরক মুক্তিযোদ্ধাকে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনা করেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ¦ মো. জাবের মিয়ার সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মবিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মানিক, কচুয়ার প্রথম কমান্ডার শাহ আলম পাটওয়ারী প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানগনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৯ এপ্রিল ২০২৪