চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের খন্দকার বাড়িতে প্রভাব খাটিয়ে পুকুরে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় দুটি পরিবারের বসবাসের ঘর ও অন্যান্য স্থাপনা হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যে বেশ কিছু গাছ-পালা টিউবওয়েল , রান্নাঘর ও সৌচাগার ভেঙ্গে পুকুরে তলিয়ে গেছে। যেকোনো সময় বসতঘর সহ যেকোনো বড় ধরনের প্রানহানির আশংকা করছে ভুক্তভোগী পরিবারগুলো।
শনিবার সরজমিনে ভোক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান, ২০১৫ সালে উপজেলার সেঙ্গুয়া গ্রামের কাশেম আলীর ছেলে সিরাজুল ইসলাম খন্দকার, আজগর আলীর ছেলে মিজানুর রহমান ও সাহের আলীর ছেলে আলী আহম্মেদ গংরা পার্শবর্তী খিলমেহের ড্রেজার চালক মকবুল পাঠানের মাধ্যমে সেঙ্গুয়া খন্দকার বাড়ির পুকুরের বালু দিয়ে জায়গা ভরাট করে বাড়ি-ঘর নির্মাণ করে। ফলে পুকুরের পূর্ব পার্শের মালিক নিরীহ জাহাঙ্গীর আলম খন্দকার ও সোলাইমান খন্দকারের গাছ-গাছালি ও বাড়ি-ঘরে ফাটল দেখা দিয়েছে এবং পুকুরে ভেঙ্গে পড়ছে। বিষয়টি দ্রুত সমাধান না হলে জাহাঙ্গীর আলম খন্দকার ও সোলইমান খন্দকারের পরিবারের ব্যাপক ক্ষতি সাধন হবে। আমরা বিষয়টি সমাধানে প্রশাসনসহ এলাকাবাসীর সহযোগীতা চাই। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো আরো জানান, প্রতিপক্ষগংরা বর্তমানে আমাদের উল্টো বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো সহ হুমকি-ধমকি দিচ্ছেন।
স্থানীয় অধিবাসী ও বিএনপি নেতা গাজী সফিক বলেন ও যুবদল নেতা মহিউদ্দিন মহিন বলেন, বিষয়টি আমরা শুনেছি। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বর্তমানে বাড়ি-ঘর ভেঙ্গে পড়ার আশংক্ষায় রয়েছে। এই ঘটনায় ওই দুটি পরিবার নির্ঘুম রাত কাটাচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি খুবই দুঃখজনক।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২১ জুন ২০২৫