Home / সারাদেশ / ওরস শরীফে যাওয়ার পথে নৌকাডুবিতে শিশুসহ নিহত ৪
ওরস শরীফে
ফাইল ছবি

ওরস শরীফে যাওয়ার পথে নৌকাডুবিতে শিশুসহ নিহত ৪

কুতুবদিয়ায় ওরস শরীফে যাওয়ার পথে পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর অসুস্থ দুজনকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

১৯ ফেব্রুয়ারি বুধবার সকালে চট্টগ্রামের বাঁশখালী উপকূলবর্তী জলবদর খাল এবং বঙ্গোপসাগরের মোহনায় এ দুটি নৌকাডুবির ঘটনা ঘটে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।

নিহতরা হলেন- বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের গণ্ডামারা গ্রামের আব্দুল মালেক (৫০) ও আব্দুল জলিল (৩২)। একই উপজেলার উপজেলার কাথারিয়া ইউনিয়নের দক্ষিণ বাগমারা গ্রামের মোহাম্মদ আক্কাস (২৮) ও মো. মিনহাজ (১০)।

দুর্ঘটনায় গুরুতর আহত মো. বাবুল (৪০) ও আলী আকবরকে (১০) বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি রেজাউল করিম বলেন, ‘কুতুবদিয়ায় মালেক শাহ’র ওরসে যাওয়ার সময় বঙ্গোপসাগরের মোহনায় দুটি পৃথক নৌকাডুবির ঘটনা ঘটেছে। মূলত দুটি নৌকাতেই অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। দুর্ঘটনার পর অনেকেই সাঁতরে কূলে আসতে পারলেও চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’