Home / উপজেলা সংবাদ / কচুয়া / এ্যাড. আব্দুল খালেক নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও গনসংযোগ
নেতাকর্মীদের

এ্যাড. আব্দুল খালেক নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও গনসংযোগ

আগামী ৮ ডিসেম্বর কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ-প্রার্থী, আধুনিক কচুয়ার উন্নয়নের রূপকার জননেতা ড. মহীউদ্দীন খান আলমগীর এম.পি মহোদয়ের ঘনিষ্ঠ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. আবদুল খালেক ৩নং বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের তৃনমূলের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও গনসংযোগ করেছেন।

১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সাচার বাজারের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ দর্জির সভাপতিত্বে এ মতবিনিময় সভায় সকলের সহযোগিতায় ও সমর্থন কামনা করে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী এ্যাড. আব্দুল খালেক।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন,সাধারন সম্পাদক সোহাগ খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আমেদ নান্নু, ১ ডিসেম্বর ২০২২