Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলববাসীকে এমপি রুহুলের ঈদ শুভেচ্ছা
adv. ruhul 2
ফািইল ছবি

মতলববাসীকে এমপি রুহুলের ঈদ শুভেচ্ছা

মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।

এক মাস সিয়াম সাধনার পর মুসলিম জাতির জন্য ঈদ উল ফিতর একটি উৎসব ও আনন্দের দিন। সারাদেশের ন্যায় মতলব দক্ষিণের ধনী- গরীব এবং সকল শ্রেণীর মানুষ অতীতের সব মতবিরোধ ভুলে গিয়ে যথাযত মর্যাদায় স্বাস্থ্য বিধি মেনে পবিত্র ঈদুল ফিতর উৎযাপন করতে পারায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন তিনি।

করোনা পরিস্থিতিতে গতবছরের মতো এবছরও নামাজ শেষে কোলাকুলির সেই চেনা দৃশ্য পরিহার করে সামাজিক দুরুত্ব বজায় রেখে এবং করোনা মহামারি থেকে নিজকে ও অপরকে রক্ষা করার িজন্য সরকারের দেয়া বিধিনিষেধ গুলো মেনে চলায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এমপি নুরুল আমিন রুহুল।

এছাড়া তিনি দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং সম্প্রতি বৈশ্বিক করোনাভাইরাসে আক্রান্ত ও নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।।

প্রেতিবেদক: মাহফুজ মল্লিক