Home / চাঁদপুর / এক হাজার মাস্ক বিতরণ করলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ

এক হাজার মাস্ক বিতরণ করলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ

নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের এনায়েতপুর থেকে বলাখাল পর্যন্ত পথচারী ও ব্যবসায়ীদেরকে মাস্ক বিতরণ করলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতৃবৃন্দ।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ও ছাত্রসেনার নেতৃবৃন্দ এক হাজার মাস্ক এর পাশাপাশি দুই হাজার করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

ওই সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ জাকির হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক মাস্টার দেলোয়ার হোসেন, পৌর সভাপতি সৈয়দ মাহমুদ শাহ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আল আজাদ, উপজেলার ছাত্রসেনা সভাপতি খোরশেদ আলম, পৌর সভাপতি মমিনুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সহ সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাগর হোসেন, সদস্য ফাহাদ হাসান মিশু প্রমুখ।

এছাড়াও চাঁদপুর জেলা প্রশাসন সোমবার সকালে কর্মকর্তা কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।

স্পেশাল করেসপন্ডেট,১৩ মার্চ ২০২০